পবিত্র আশুরা এবং বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এ চিত্র দেখা গেছে। পুলিশের পাশাপাশি তাজিয়া মিছিলের নিরাপত্তায় পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে প্রায় এক হাজার পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে সোয়াট, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন বলে জানিয়েছেন, ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।
এদিকে বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছে ডিএমপি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে সতর্ক অবস্থায় রয়েছে ডিএমপি।