রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

অবসর নিয়ে সর্বশেষ যা বললেন মেসি!

বয়স ৩৬ হলেও খেলার মাঠে যেন বয়সের কোনো চাপ নেই লিওনেল মেসির। জাতীয় দল কিংবা ক্লাব, দুই জায়গায়ই দুর্দান্ত আর্জেন্টাইন তারকা। এমন তারকা ফুটবলার অবসরে চলে যাক, তা হয়তো কোনো ভক্তই চান না। না চাইলেও অনেক ভক্তের মনে প্রশ্ন, মেসি তো অবসর নেবেন একটা সময়, আর সেটা কখন?

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। এরপর মেসি অবসর নেবেন কিনা, সেই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।

এদিকে, অবসর নিয়ে ভাবনা আছে মেসিরও। বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। তবে সেটা বয়স বিবেচনায় নয়। আট বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার অবসরের সিদ্ধান্ত আসবে তার পারফরম্যান্স বিবেচনায়।

অবসর নিয়ে মেসি এমবিসির বিগ টাইম পডকাস্টকে জানান, যে মুহূর্তে তিনি বুঝতে পারবেন খেলা উপভোগ করছেন না বা, সতীর্থদের সাহায্য করতে পারছেন না, তখনই তিনি অবসরের সিদ্ধান্ত নিবেন। আর এ জন্য কখনও বয়স নিয়ে চিন্তা করেন না তিনি। এছাড়া, কাতার বিশ্বকাপে যদি শিরোপা জিততে না পারতেন, তাহলে ওই আসরের পরই অবসর নিয়ে নিতেন বলেও জানিয়েছেন ক্ষুদে জাদুকর।

ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছেন মেসি। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৪টি শিরোপা জিতেছেন তিনি। এখনো যেভাবে খেলছেন, তাতে আরও বেশ কিছু শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে এলএমটেন’ এর।

সর্বশেষ