রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণ থেকে আগুন, দগ্ধ ১১

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে

চট্টগ্রামে এবার একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন তিন পরিবারের ১১ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

ওসি বলেন, ‘ভবনটির তৃতীয় তলায় এ আগুন লাগে। তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। ওই তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক গনমাধ্যমকে বলেন, ‘রাতে একটি ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে তিন পরিবারের ১০ জন সদস্য আহত হয়েছেন বলে তথ্য পেয়েছি। তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।’

সর্বশেষ