রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে তল্লাশি

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ।

বুধবার, রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত সাবেক এই প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি চালানো হয়। জানা গেছে, কোভিড টিকা রেকর্ডের তদন্তের অংশ হিসাবে বলসোনারোর বাড়িতে তল্লাশি চালানো হয়।

পুলিশ সন্দেহ করছে, সাবেক এই প্রেসিডেন্টের করোনা টিকা দেওয়ার রেকর্ড জাল করা হয়েছিল যাতে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।

তল্লাশি অভিযানের অংশ হিসেবে কর্মকর্তারা সাবেক এই প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে। অবশ্য কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন বলসোনারো।

এর আগে করোনা মহামারির মধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বারবার করোনা ভ্যাকসিন এবং এর কথিত পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন।

সর্বশেষ