শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়ল আল-নাসর

অবশেষে সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গারের জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল রাতের ফাইনালে আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর আল-নাসর। এদিন দুই দলের বেশ কয়েকটি আক্রমণ ও প্রতি-আক্রমণ ব্যর্থ হওয়ায় ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় আল-হিলাল। তবে গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সিউউ’-এর অনুকরণে উদযাপন করেন মাইকেল।

তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তগিজ এ তারকা হয়তো তার উদযাপন নকল করাটা মানতে পারছিলেন না। ৭৪তম মিনিটে শোধ নেন তিনি। দারুণ এক গোলে ফেরান সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।

এর কিছুক্ষণ পর পায়ে ব্যাথা পেয়ে রোনালদো মাঠ ছাড়লেও তার জোড়া গোলে ভর করেই চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আল-নাসর। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেন সময়ের সেরা এ ফুটবলার।

 

সর্বশেষ