রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

শিশুকে ধর্ষণ ও হত্যা, ১৭ বছর পর এক ব্যক্তির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১০) ধর্ষণের পর হত্যায় দায়ে নাজিম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো- মো. নাজিম উদ্দিন। রায় ঘোষণার সময় সে আদালতে অনুপস্থিত ছিল। আর খালাসপ্রাপ্ত দুজন হলেন- মো. ইলিয়াছ মিয়া ও শাহ আলমর আলী।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৬ সালে রূপগঞ্জে এক শিশুকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় আসামি নাজিম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের একটি বাজারে দর্জির দোকানে জামা আনতে যায় ওই শিশু (১০)। এরপর সে নিখোঁজ হয়। পর দিন ১৪ জানুয়ারি বিকালে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০০৯ সালের ১৫ জুন তিন জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দেয় পুলিশ। এ ঘটনায় ২১ জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দেন।

সর্বশেষ