রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

হালদা নদী যেন আবর্জনার ডিপো

বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে চট্টগ্রামের হালদা নদী। প্রতিদিনই হালদা পাড়ের হাট বাজারের বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এটি যেন আবর্জনার ডিপো।

এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রটি। এভাবে নদী দখলও দূষণ অব্যাহত থাকলে শীঘ্রই প্রাণ হারাবে নদীটি। হ্রাস পাবে মৎস্য প্রজনন।

সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ির নাজিরহাট পুরাতন ভুজপুর রাবার ড্যাম এলাকা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে নানান আবর্জনায় ভরা। এসব আবর্জনা পঁচে জোয়ারের সময় হালদার পানির সঙ্গে মিশে নদীর স্বচ্ছ পানিকে করছে বিষাক্ত। ফলে দ্রুত কমে আসছে হালদার প্রশস্ততা।

চট্টগ্রামের ৭০ লাখ বাসিন্দার সুপেয় পানির একমাত্র ভরসা হালদা নদী। হালদায় বর্জ্য ফেলা অব্যাহত থাকলে চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠীর সুপেয় পানির তীব্র সংকট দেখা দিতে পারে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান জানান, দ্রুতই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ