শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সোনারগাঁওয়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর, রতনপুর, ভবনাথপুরসহ ৫টি গ্রামের এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়েছে।

সর্বশেষ