রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক ওএসডি

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবককে বিচারকের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনকে বদলি করা হয়েছে। তাকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার ওই বদলির কথা জানানো হয়েছে।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। ওই একই ঘটনায় এর আগে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়। তাকে গত ২৩ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

সর্বশেষ