রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

টেকনাফে ৩ বন্ধুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে নিহত রুবেলের মোবাইল ফোন উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

রুবেল কক্সবাজারের চৌফলদন্ডী উত্তরপাড়ার মো. আলমের ছেলে।

এ ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, রোহিঙ্গা শফি আলম ও তার ভাগ্নে আরাফাত। শফি কক্সবাজার সদরের ৬ নম্বর ঘাটে একটি দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার সকাল ১০ টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

ওসি বলেন, ‘গেল ২৮ এপ্রিল কোহিনূর নামক একজন মেয়েকে দেখার টোপ দিয়ে রুবেলসহ তার দুই বন্ধুকে ডেকে আনে রোহিঙ্গা শফি আলম। তিন বন্ধু অপহরণের শিকার হলে বিষয়টি আইনগতভাবে আমাদের নজরে আসে। এরপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে শফিকে গ্রেপ্তার করা হয়। পরে গেল ১৩ মে শফির দেওয়া তথ্যমতে তার ভাগ্নে আরাফাতকে মুচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।’

ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি তা নিয়ে তাদের সাথে আর কে কে জড়িত আছে সকলকে ধরতে কাজ করে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারবো।’

সর্বশেষ