রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

নৌকাবাইচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

জামালপুরের মেলান্দহে নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল‌ ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর ব্রহ্মপুত্র নদের আমড়ীতলা ঘাটে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- ইসলামপুরের নৌকা তুফানের মাঝি এলাকার মো. সাইদ (৫৫) হাসান আলী (৩৭), বরকত উল্লাহ (৩২) এবং মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনার তরী নৌকার খলিল (৬০) ও ফরিদ (৪৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর থেকে উপজেলার শ্যামপুরের আমড়ীতলা ঘাটে নৌকাবাইচ শুরু হয়। শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ছিল দিন ছিল। প্রতিযোগীরা ইসলামপুর উপজেলার তুফান ও মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনারতরী দুই নৌকা একসঙ্গে প্রতিযোগিতা শুরু হয়। এ সময় দুই নৌকা খুব কাছাকাছি দিয়েই এগিয়ে চলছিল। ইসলামপুরের তুফান নৌকা এগিয়ে গেলে পেছন থেকে ঝাউগড়ার সোনার তরী নৌকার মাঝিরা তুফান নৌকাকে টেনে ধরেন। এরপরেই নৌকায় দুই পক্ষের মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ জন আহত হয়েছেন।

নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল বলেন, প্রতিযোগিতায় সংঘর্ষের ঘটনা ঘটায় নৌকাবাইচ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নৌকাবাইচের সময় নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ সদস্য ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেনসহ মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা।

সর্বশেষ